top of page
এ্যাথারটন ইমব্রোস কোম্পানী লিমিটেড হল মাতৃ সংস্থা বাংলাদেশ এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ এর একটি সিস্টার কনসার্ন, যা কৃষকদের বিশেষত কীটনাশক ও সারের সম্পূর্ণ সমাধান দেওয়ার লক্ষ্যে ১৯৯৮ সা লে প্রতিষ্ঠিত হয়েছিল। গুনগতমানের এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার মূল লক্ষ্য নিয়ে এ্যাথারটন বাংলাদেশের বাজারে ২৬ বছরেরও অধিক সময় ধরে সফলভাবে চলছে এবং লক্ষ লক্ষ কৃষককে সন্তুষ্ট করেছে এবং সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অংশ নিচ্ছে।